বরিশালে দ্বিগুণ হারে বাড়ছে করোনা সংক্রমণ
বরিশালে দ্বিগুণ হারে বাড়ছে করোনা সংক্রমণ। শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের হিসাব অনুযায়ী করোনা সংক্রমণের হার এক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে।
রবিবার (১৬ জানুয়ারি) রাতে পিসিআর ল্যাবের সবশেষ প্রতিবেদনে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২২ শতাংশ। এর আগে শনিবার রাতের প্রতিবেদনে করোনা শনাক্তের হার ৫ দশমিক ৪ শতাংশ ছিল।
হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার (১৭ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন ছিল ১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে ১ জন করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন। একই সময়ে নতুন করে এক জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
২০২০ সালের ১৭ মার্চের পর থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৪শ ৬১ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার জন রোগী। এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ হাজার ৪শ ৫০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২৮ জন করোনায় আক্রান্ত ছিলেন।
এসও/এএন