পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের দোকানপাটে হামলা-লুটপাট, অগ্নিসংযোগ
পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানার জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা যেন থামছে না। একের পর এক হামলা অগ্নিসংযোগ আর লুটপাটের ঘটনা ঘটছে। শনিবার (৪ মার্চ) রাত ৯টায় পঞ্চগড় পৌরসভার আহমদ নগর গ্রামে দুই মুসলমান ব্যক্তিকে জবাই করে হত্যার গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়লে হঠাৎ শহরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সব ধরনের দোকানপাট বন্ধ হয়ে যায়। হঠাৎ লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে পড়েন দুর্বৃত্তরা। হামলা করেন কাদিয়ানী সম্প্রদায়ের দোকানপাটে। বাদ যায়নি শহরের কদতলা এলাকার ওয়াকার সু হাউজও। ওয়াকার সু হাউজ ভাঙচুর করে প্রায় ২৫ লাখ টাকার জুতা, ব্যাগ, নগদ টাকাসহ লুট করে নিয়ে যায় তারা। পরে দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধ করে পৌরসভার তেলিপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুরো জেলা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ শেষে বাড়িফেরা মানুষগুলো আতঙ্কে ছুটাছুটি করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ শহরে টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা জোরদার করা হয় কাদিয়ানী সম্প্রদায়ের আহমেদনগর এলাকাতেও।
এদিকে শনিবার রাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে হামলাকারীদের শান্ত হতে বলা হয়। রাত সাড়ে ১০টা থেকে গুজব ঠেকাতে জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ফজলে রাব্বাী (২৭) নামে একজনসহ মোট ১৮ জনকে আটক করে। তবে কারো বিরুদ্ধে কোনো মামলার বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।
প্রশাসনের পাশাপাশি রাত সাড়ে ৯টার দিকে গুজব ঠেকাতে মসজিদের মাইক দিয়ে মাইকিং করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। তিনি পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে বাজারের জনগণকে আতঙ্কিত না হওয়া এবং কাদিয়ানীদের দ্বারা কোন মানুষকে মারা হয়নি বলে জানান। এ ছাড়াও জেলা শহরের কয়েকটি মসজিদে গুজব ঠেকাতে মাইকিং করা হয়।
এ ছাড়াও গুজব ঠেকাতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সন্ত্রাস বিরোধী মিছিল বের করা হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।
তবে রবিবার সকাল থেকে মহাসড়কের মানুষের উপস্থিতি বেড়েছে। জরুরি প্রয়োজন ও কাজের তাগিদে বাইরে বের হচ্ছে মানুষজন। তবে সপ্তাহের প্রথম দিনে অফিস আদালত খোলায় সকাল ১০টা পর্যন্ত অল্প কিছু দোকানপাট খুললেও বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। সড়কে ছোট ছোট যানবাহন চালু থাকলেও বাস-ট্রাকের উপস্থিতি কম ছিল।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, গতকালের মত আজ রবিবারও
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক থাকবে। গেল রাতে গুজবের ঘটনায় প্রধান গুজবকারী পৌর যুবদল নেতা রাব্বি (২৬) নামে এক যুবকসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে তিনি বলেন, অপারেটররা নিজে নিজে ইন্টারনেট সেবা বন্ধ করেছেন।
এসআইএইচ