'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে শিক্ষক মিলনমেলা
গাজীপুর-৩ নির্বাচনী এলাকার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে 'প্রাথমিক শিক্ষক মিলনমেলা' ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নে ভাবনা ও প্রধানমন্ত্রীর ঘোষণা শীর্ষক 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে প্রাথমিক শিক্ষকগণের ভূমিকা শীর্ষক মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার (০৪ মার্চ) দুপুর ১২ টায় ভাংনাহাটি গ্রীন ভিউ গল্ফ রিসোর্ট মিলনায়তনে শিক্ষকদের সুচিন্তিত মতামতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকেরা মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
মিলনমেলা অনুষ্ঠানের আহবায়ক ও শ্রীপুর উপজেলার শৈলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত মুকুল জানান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ।
অনুষ্ঠাননের সদস্য সচিব শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমোশারফ হোসেন দীপু জানান, শিক্ষক প্রতিনিধিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মৌসুমি আক্তার, মাহবুবুর রহমান, আছমা আফরোজ, ফরিদা ইয়াসমিন, রীনা পারভিনসহ সাংবাদিকেদর মধ্য উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষকেরা এক জেলা থেকে অন্য জেলায় শিক্ষক বদলির প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ জানান বক্তারা। প্রধানমন্ত্রীর 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে প্রাথমিক শিক্ষকেরা ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এএজেড