স্বরূপকাঠিতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়েছে সন্ত্রাসীরা
জেলার স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা চাঁন মিয়াকে (৫৫) পিটিয়েছে সন্ত্রাসীরা।
রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় চিলতলা বাজারে খোকন, এমদাদুল হক ও সোবাহানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় গুরুতর আহত চাঁন মিয়াকে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন চাঁন মিয়ার অভিযোগ, তার মেয়ে শহীদ স্মৃতি বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী লিপিকে একই গ্রামের হারুনের ছেলে এমদাদুল হক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টির প্রতিকার চেয়ে এমদাদের বাবা হারুনের কাছে নালিশ জানাতে যান চাঁন মিয়া। এ সময় হারুন তার ছেলের পক্ষ নিয়ে উল্টো মেয়েকে সামলানোর জন্য চাঁন মিয়াকে শাসাতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে হারুনের ছেলে খোকন, এমদাদ ও তাদের বন্ধু সোবাহনের নেতৃত্বে দলবদ্ধ হয়ে চিলতলা বাজারে চাঁন মিয়াকে মারধর করেন।
পরে খবর পেয়ে দৈহারী ইউপি চেয়ারম্যান মো. জাহারুল ইসলাম ও ইউপি সদস্য লিটন মৃধা ঘটনাস্থলে গিয়ে আহত চাঁন মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
এ বিষয় চেয়ারম্যান জাহারুল ইসলাম জানান, বাজারে মারামারি হচ্ছে, এমন খবরে তিনি ঘটনাস্থলে যান।
তিনি আরও বলেন, ‘সকালের একটি ঝগড়াকে কেন্দ্র করে সন্ধ্যায় চাঁন মিয়াকে মারধর করা হয়েছে। এতে চাঁন মিয়া আহত হন। তিনি সুস্থ হওয়ার পর উভয় পক্ষকে নিয়ে ঘটনার মিমাংসা করার চেষ্টা করা হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
/এমএসপি