মোটরসাইকেল চলাচল নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মহাসড়কে প্রস্তাবিত মোটরসাইকেল চলাচল নীতিমালা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশাল বাইকিং কমিউনিটি। শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে কয়েক শ মোটরসাইকেলসহ চালকরা ব্যানার ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করে।
এসময় বাইকিং কমিউনিটির সদস্য মো. সাজিদ রহমান, আল-আমিন হোসাইন, মো. রফিকুল ইসলাম লাবলু, দিলরুবা রেজা, মো. জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম মুন্না, আরমানা হোসেন, সৈয়দ সাহেদ উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল চালকরা বলেন, সড়কে সাইকেল বা রিকশার গতি ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার হয়ে থাকে। কিন্তু একটি মোটরসাইকেলের মতো বাহনের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার কি করে হয়? সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মোটরসাইকেল চলাচল নীতিমালা-২০২৩ নামে যে খসড়া নীতিমালা তৈরি করেছে তা গ্রহণযোগ্য নয়।
এই নীতিমালা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। খসড়া নীতিমালার কথা উল্লেখ করে তারা বলেন, শহরে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশি গতিতে চালানো যাবে না। মহাসড়কে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার।
মহাসড়কে চালক ব্যতীত কোনো আরোহী পরিবহন করা যাবে না। ঈদ ও উৎসবের ১০ দিন আগে-পরে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। যা মোটরসাইকেল চালকরা পুরোপুরি সাংঘর্ষিক ও অবাস্তব মনে হয়েছে বলে দাবি করেছেন।
এএজেড