খাগড়াছড়িতে সড়কের পাশে ট্রাক রাখায় তীব্র যানজট, বাড়ছে ভোগান্তি

খাগড়াছড়িতে আছে একটি বাস টার্মিনাল । তবে টার্মিনালে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় স্থান সঙ্কট চরমে৷ এর উপর গত ৩০ বছরে নির্মিত হয়নি আলাদা কোনো ট্রাক টার্মিনাল। ফলে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কেই বাস-ট্রাক পার্কিং করা হচ্ছে। এতে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে ভোগান্তি। এই সঙ্কট নিরসনে ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জায়গা ক্রয় করলেও অর্থ সঙ্কটে কাজ শুরু করতে পারছে না খাগড়াছড়ি পৌরসভা।
জানা যায়, খাগড়াছড়িতে দৈনিক ৫ শতাধিক ট্রাক ও এক হাজারের বেশি দূরপাল্লার বাস দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। জেলায় ২০ বছরের পুরাতন ছোট বাস টার্মিনাল থাকলেও ট্রাকের জন্য আলাদা কোনো টার্মিনাল নেই। এতে বাধ্য হয়ে মালবাহী বা খালি ট্রাক গাদাগাদি করে বাস টার্মিনালে রাখা হচ্ছে। টার্মিনালে স্থান সংকটে যাত্রাবাহী বাস এবং ট্রাক সড়কের উপর পার্কিং করা হয়। তৈরি হয় যানজট।
ভোগান্তির জন্য ট্রাক টার্মিনাল না থাকাকে দায়ী করেছেন ট্রাকচালকরা। স্থানীয় ট্রাকচালক আনোয়ার, সেলিম ও জামাল জানান, খাগড়াছড়িতে ৫ শতাধিক ট্রাক আছে। কিন্ত ট্রাক টার্মিনাল না থাকায় এসব ট্রাকগুলো বাস টার্মিনালে ট্রাক রাখা হয়। অনেক সময় এ নিয়ে বাস-শ্রমিকদের সঙ্গে আমাদের ঝগড়া হয়। টার্মিনাল না থাকার কারণে আমাদের চালকদের ভোগান্তি পোহাতে হয়। ছোট বাস টার্মিনালে ট্রাক রাখার কারণে সড়কে বাস পার্কিং করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ বাস চালকরা। পৌরসভাকে ট্যাক্স দিলেও সেবা পাচ্ছি না।
এ ছাড়াও দ্রুত টার্মিনাল নির্মাণের জন্য দাবি জানিয়েছেন পরিবহন নেতারাও। খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সদস্য মিন্টু কুমার দত্ত বলেন, ট্রাক টার্মিনাল সঙ্কটের কারণে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। এই যানজট ও ভোগান্তি কমাতে অচিরেই একটি আলাদা ট্রাক টার্মিনাল নির্মাণ প্রয়োজন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ ধর বলেন, যানজট ও ভোগান্তি কমাতে খাগড়াছড়িতে দ্রুত আলাদা ট্রাক টার্মিনাল করা উচিৎ।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কাশেম ভুইঁয়া বলেন, অন্য কোনো স্থান না থাকায় টার্মিনালে ও রাস্তার পাশে ট্রাক রাখা হচ্ছে। খাগড়াছড়িতে একটি ট্রাক টার্মিনাল করা উচিত।
খাগড়াছড়ি ট্রাক মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন জানান, পর্যটন শহর হিসেবে গড়ে উঠা খাগড়াছড়িতে পরিবহনের চাপ বেড়েছে। টার্মিনাল সঙ্কটের কারণে দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভা আলাদা ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জমিও ক্রয় করেছে। তবে অর্থ সঙ্কটের কারণে কাজ শুরু করতে পারছে না পৌরসভা।
এ ব্যাপারে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, জেলা শহরের জিরো মাইল এলাকায় আলাদা ট্রাক টার্মিনাল করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে এক কানি (৪০ শতক) জায়গা ক্রয় করা হয়েছে। টার্মিনালের জন্য আরও জায়গা প্রয়োজন। আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি পৌর মডেল ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য অন্তত ২৫ কোটি থেকে ৩০ কোটি টাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, খাগড়াছড়িতে একটি আধুনিক মডেল পৌর ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা কাজ শুরু করতে পারব।
এসআইএইচ
