চাঁদার জন্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

লক্ষ্মীপুরে যুবলীগের প্রোগ্রামের জন্য দাবি করা ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মো. ফয়সাল ফরহাদ নামে এক খাবার হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী ফরহাদের ভাই ওমর ফারুক পুলক জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত যুবলীগ নেতার নাম আবদুর রাজ্জাক রিংকু। তিনি সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তার দুই সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়। তারা হলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য শেখ রাসেল ও পারভেজ খাঁন আকাশ।
ভুক্তভোগী ফয়সাল ফরহাদ সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শ্রমিক হোটেলের মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে যুবলীগ নেতা রিংকু একটি প্রোগ্রামের জন্য ফারুকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পরদিন বেলা ১১টার দিকে রিংকুসহ অভিযুক্তরা ফরহাদকে হোটেলের সামনে মারধর করে। পরে স্থানীয়রা রিংকুর হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে সদর হাসপাতালে পাঠায়।
ফয়সাল ফরহাদ ও ওমর ফারুক জানান, যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে রিংকু তার লোকজন নিয়ে এসে হোটেলে খেয়ে যেত, টাকা দিত না। এরপরও বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে ১০-২০ হাজার টাকা করে একাধিকবার নিয়েছে। শেষ একটি প্রোগ্রাম করতে দুই লাখ টাকা লাগবে বলে রিংকু চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় প্রকাশ্যে ফরহাদকে মারধর করা হয়।
যুবলীগ নেতা আবদুর রাজ্জাক রিংকু বলেন, ফরহাদ আমাকে গালমন্দ করেছে। এজন্য তাকে চড়-থাপ্পড় দিয়েছি। তার কাছ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনার পর শ্রমিক হোটেলের মালিক ফারুক আমার কাছে এসেছিল। আমি লিখিত অভিযোগ দিতে বলেছিলাম। কিন্তু এখনো অভিযোগ দেয়নি।
জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
