টাঙ্গাইলে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুই সাংবাদিকসহ উভয়পক্ষের কমপক্ষে ৮-১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসস্টান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করতে গেলে একই জায়গায় রানা গ্রুপও সমাবেশ করতে চায়। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ করতে চায়। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয়-জেলার নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করে। ওইদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু এবং ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এরপর ওই কমিটিতে জামায়াত-বিএনপির লোকজনদেরকে রেখে কমিটি ঘোষণার অভিযোগ তুলে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার অনুসারীরা কমিটি প্রত্যাখান করে রবিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন ও ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
এসজি