কুষ্টিয়ায় ট্রাকচাপায় হতাহতদের টাকা বুঝিয়ে দিল বণিক সমিতি
গত শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী উসমান (৬৫) এবং ছলেমান শেখ (৪৫) নামে দুজন নিহত হন। এ ঘটনায় অপর দুজন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের পরিবার সূত্রে জানা যায় যে, ভ্যানযাত্রী সবাই পেশায় কসাই ছিলেন। তারা গরু কেনার জন্য সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। তাদের বহনকৃত ভ্যানটি বিত্তিপাড়া বাজারে এসে ট্রাকের ধাক্কায় দুজন মারা যান।
জানা যায়, নিহত ব্যক্তিদের কাছে গরু কেনার জন্য নগদ টাকা ছিল। শাহীন ইসলাম নামে স্থানীয় পান দোকানদার ঘটনাস্থল থেকে ৬৩ হাজার ৫০০ টাকা কুড়িয়ে পান। পরে তিনি টাকাগুলো বিত্তিপাড়া বাজার বণিক সমিতির কাছে গচ্ছিত রাখেন। এ ছাড়াও বিত্তিপাড়া বাজারের মাছ বিক্রেতা উজ্জ্বল হোসেন বাবলু ৪৮ হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে বাজার কমিটির হাতে তুলে দেন।
আরও কয়েকজন রাস্তায় টাকা ও মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে সেগুলো বণিক সমিতির কাছে জমা দেন। সব মিলিয়ে টাকার পরিমান ছিল ১ লাখ ১৫ হাজার ৪৩০।
রবিবার (১৬ জানুয়ারি) বিকালে বিত্তিপাড়া বাজার বণিক সমিতির কর্তৃপক্ষ টাকা ও মোবাইল ফোন নিহত পরিবারের হাতে হস্তান্তর করেন।
এ প্রসঙ্গে বিত্তিপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আ খ ম আকমল হোসেন বলেন, 'আমাদের বাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় রাস্তায় ছড়িয়ে থাকা হতাহতদের টাকা ও মোবাইল স্থানীয় ব্যবসায়ীরা ও গ্রামের কেউ কেউ কুড়িয়ে পেয়ে আমাদের কাছে গচ্ছিত রাখেন। নিহত ব্যক্তিদের আমানত তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।'
নিহতদের পরিবারের পক্ষ থেকে বিত্তিপাড়া বাজারের ব্যবসায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। নিহত ছলেমান শেখের ভাই শাহীন বলেন, 'যে চলে গেছে তাকে আমরা আর পাবো না। কিন্তু এই বিত্তিপাড়া বাজারের লোকজন আমাদের পাশে থেকে যতটুকু সাহায্য করেছেন, সেটা চিরকাল আমাদের মনে থাকবে।'
সেই সঙ্গে যারা মোবাইল ফোন ও টাকাগুলো রাস্তায় কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান হতাহত পরিবারের সদস্যরা।
এসএ/এসপি