কাঁটাতারের দুপাশে হাজারো মানুষ কাঁদলেন আবেগে
নওগাঁর ধামইরহাট উপজেলার তালানদর সীমান্ত এলাকায় দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভারত ও বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এক ঘণ্টা সময় একত্রিত হয়। এ সময় দীর্ঘদিন পর আত্নীয়-পরিজনদের সঙ্গে দেখা হওয়ায় সবাই আনন্দে-উৎসবে মেতে উঠেন। তবে তারকাঁটার দুপাশে স্বজনদের দেখা পেয়ে অনেকে আবেগে কেঁদে ফেলেন।
রবিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালানদর ভারতীয় সীমান্ত এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত স্বজনদের সমাগম বেড়ে যায়। চলে সকাল থেকে বিকেল পর্যন্ত।
এ সময় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির কারণে কাঁটাতারের ওপারে স্বজনদের সঙ্গে দেখা করতে না পারায় অনেককে হতাশ হয়ে ঘরে ফিরে যেতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, ‘প্রতিবছর এ সময় মেলার আয়োজন করা হতো। তবে করোনার কারণে এই মেলা বন্ধ ছিল। আজ দুই পারের বাসিন্দাদের নিজ উদ্যোগে এই সমাগম ঘটেছে। পরিচিত জনদের সঙ্গে অনেকদিন বাদে দেখা করতে পেরে অনেক আনন্দ লাগছে।’
পার্শ্ববর্তী গ্রামের জালাল উদ্দিন নামে আরেকজন বলেন, ‘বাংলাদেশের ওপারে ইন্ডিয়ার বালুরঘাট থানা রয়েছে। মূলত সেখানকার পরিচিতজনরা আমাদের সঙ্গে দেখা করতে কাঁটাতারের কাছাকাছি এসেছি। আজ আমাদের আনন্দের দিন।’
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম নাদিম আরিফিন সুমন বলেন, ‘এবারের এই মিলন মেলায় বিজিবি কিংবা বিএসএফের কোনো অংশগ্রহণ নেই। করোনা ও অমিক্রন সংক্রমণের কথা বিবেচনায় নিয়ে সীমান্ত বন্ধ রাখা হয়েছে। তারপরও মানুষজন আবেগতাড়িত হয়ে সমবেত হয়েছেন। দুই দেশের মানুষ কাঁটাতারের কাছাকাছি এসে দেখা করছেন। স্বাস্থ্যবিধির যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেদিকে কড়া নজরদারি আছে বিজিবির।’
এসআর/এএন