সম্মেলনের ৪ মাস পরেও হয়নি যুবলীগের কমিটি!

সম্মেলনের ৪ মাস পেরিয়ে গেলেও এখনো ঘোষণা হয়নি হবিগঞ্জ যুবলীগের কমিটি। কবে হবে তাও কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে পদ প্রত্যাশীরা বসে নেই, চালিয়ে যাচ্ছে জোর লবিং ও তদবির। কেন্দ্রীয় যুবলীগ থেকে কোন কর্মসুচি ঘোষণা করা হলে পদ- প্রত্যাশীরা নিজেদের ব্যানারে পালন করেছে। ফলে তৃণমুল নেতাকর্মীরা বিপাকে পড়ছে। কিন্তু তৃণমুল নেতাকর্মীদের দাবী সামনে সংসদ নিবার্চন তাই কমিটি খুবই প্রয়োজন। কেন্দ্রীয় নেতারা বলছেন যাচাই-বাচাই করে কমিটি খুবই শীঘ্রই দেওয়া হবে।
জেলা যুবলীগ সূত্রে জানা যায়, গত বছরের ১১ অক্টোবর স্থানীয় জালাল ষ্টেডিয়ামে ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন পদ প্রত্যাশী বায়োডাটা জমা দেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন- খুব শীঘ্রই জনবান্ধব একটি কমিটি দিবেন। নেতারা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় যুবলীগ অন্যান্য পদের জন্য আরো প্রায় শতাধিক বায়োডাটা জমা নেয়। কিন্তু সম্মেলনের ৪ মাস পেরিয়ে গেলেও এখনো কমিটি ঘোষণা করেননি কেন্দ্রীয় যুবলীগ।
তৃণমুল নেতাকর্মীরা জানান, জাতীয় সংসদ নিবার্চন ঘনিয়ে আসছে। আওয়ামীলীগের সবচেয়ে বড় শক্তি যুবলীগ। শীঘ্রই কমিটি ঘোষণা না দিলে নিবার্চনে এর প্রভাব পড়তে পারে। কারণ কমিটি ঘোষণা পর স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষোভ, বিক্ষোভ থাকে। তারা আরো জানান, দীর্ঘদিন ধরে যুবলীগের কমিটি না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী কেন্দ্রীয় কর্মসুচী নিজ নিজ ব্যানারে পালন করছে। ফলে তারা কার সাথে কর্মসুচীতে যাবেন তা নিয়ে বিপাকে পড়ছেন।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন-যুবলীগ আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করে। তাই কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ স্যার সার্বিক দিক যাচাই বাচাই করে সৎ,যোগ্য,শিক্ষিতদের হাতে দায়িত্ব তুলে দিবেন। যাদের নেতৃত্বে যুবলীগ আরো সুসংগঠিত হবে। আশা করি খুব শীঘ্রই নতুন কমিটি উপহার দিবে কেন্দ্রীয় যুবলীগ।
আরেক সভাপতি প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন-কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ স্যার সবদিক বিবেচনা করে সময়মতো কমিটি ঘোষণা দিবেন। কমিটি না থাকায় কোন সমস্যা হচ্ছে না জানিয়ে তিনি বলেন-যুবলীগের কর্মসুচি ঠিকভাবেই পালিত হচ্ছে।
সাধারণ সম্পাদক প্রার্থী তাজউদ্দিন আহমেদ বলেন- জাতীয় সংসদ নিবার্চন সামনে তাই কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ স্যার যাচাই বাচাই করে কমিটি দিবেন। এতে কিছু সময় লাগবে এটাই স্বাভাবিক। কেন্দ্রীয় কমিটি যেদিন ভাল মনে করেন সেদিনই কমিটি ঘোষণা করা হবে। কেন্দ্র থেকে যে কর্মসুচীগুলো ঘোষণা করছে আমি যুবলীগের একজ৮ন কর্মী হিসাবে পালন করে যাচ্ছি।
সিলেট বিভাগের সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের উপ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মিছির আলী বলেন- সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন পদ প্রত্যাশী বায়োডাটা জমা দিয়েছিলেন। পরে অন্যান্য পদে আগ্রহীদেরও বায়োডাটা জমা নেয়া হয়েছে। আশা করি শীঘ্রই হবিগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন- নেতৃত্বে যাতে দক্ষ সংগঠকরা আসতে পারে সেজন্য পদ-প্রত্যাশীদের বায়োডাটা যাচাই-বাচই করা হচ্ছে। শুধু তাই নয় কোন চাঁদাবাজ, নেশাখোর এবং ভুমিদুস্যরা যাতে কমিটিতে সেদিকেও নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ স্যারের নিদের্শে জনবান্ধব একটি কমিটি দেওয়া হবে।
এএজেড
