খাগড়াছড়ি সীমান্তে অস্ত্র গোলাবারুদসহ আটক ৫
বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে মগ লিবারেশন পার্টির ৫ সশস্ত্র সন্ত্রাসীসহ বিপুল পরিমান অস্ত্র,গোলাবারুদ, আইইডি সরাঞ্জামাদি উদ্ধার করেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যদের একটি দল মানিকছড়ি উপজেলার বটতলী দক্ষিণ কাঞ্চনগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিন্ধুকছড়ি জোনের মানিকছড়ি সাব জোনের আওতাধীন বটতলী এলাকার রমজান আলীর বাড়ি থেকে অস্ত্র ও গোলা বারুদসহ পাঁচ জন সশস্ত্র মগ লিবারেশন পার্টির সদস্যদের আটক করে সেনা সদস্যরা।
মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে মগ পার্টি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের নির্দেশে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালায়।
বর্ণিত অভিযানে পাঁচ জন সশস্ত্রসন্ত্রাসী আটকসহ উদ্ধারকৃত মালামাল এর মধ্যে রয়েছে, মর্টার সেল ৪টি, ইউনিফর্ম ৫ জোড়া, একে-৪৭ ১টি, একে৪৭ এ্যামো ৭ রাউন্ড, এমএ-১টি, এমএ এ্যামো, ২৪ রাউন্ড, চায়না পিস্তল ১টি, এলজি ১টি, এলজি লং ব্যারেল ১টি, এলজি শর্ট ব্যারেল ১টি, এলজি এ্যামো, ৩৬ রাউন্ড, মোবাইল সেট ৬টি, বান্ডুলার ৬টি, পয়েন্ট ২২ মি:মি: রাইফেল ১টি, ভারতীয় মুদ্রা ১১০ রুপি, মাইন তৈরির সরঞ্জামাদি কাচের বোতল ৩৭টি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, জনৈক রমজান আলীকে জিম্মি করে গত তিনদিন ধরে তার বাসায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে এ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল সন্ত্রাসীরা।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিবর্গকে এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই বিষয়ে ফটিকছড়ি থানার এস আই আলমগীর বলেন গোপন সংবাদ ভিত্তিতে বিপুল অস্ত্র ও ৫ সন্ত্রাসীদের আটক করা হয়।
এএজেড