উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরসার ৬ সদস্য আটক

কক্সবাজারের উখিয়ায় র্যাব ও এপিবিএনের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আরসার সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৮ ব্লক ই এর সাব ব্লক এম-১৮ তে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) আবু সালাম চৌধুরী।
আটককৃতরা হলেন-ক্যাম্প-১৮ এর ব্লক কে-১২ এর বাসিন্দা আমির হাকিমের পুত্র মোহাম্মদ আরব (২৪), ব্লক কে-৬ বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু (৩১), ব্লক এফ-২৩ এর বাসিন্দা মো: ছালেহ পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৩), ব্লক এম-২৩ এর বাসিন্দা আবদুল গাফফারের ছেলে হারুন (২৮), ব্লক এম-১৯ এর বাসিন্দা মৃত আবু ছিদ্দিকের পুত্র হাফিজুল আমিন (২৫), ব্লক এম-১১ এর বাসিন্দা জাহিদ হোসেনের পুত্র মোঃ মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২)।
র্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, র্যাব-১৫ ও ৮ এপিবিএনের যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে- উখিয়ার পালংখালী ইউপিস্থ ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৮ এর মূল ব্লক-ই এর এম-১৮ সাব ব্লকস্থ এফডিএমএন সদস্য আবুল ফয়েজের দোকানের সামনে পাকা সিঁড়ির উপর অস্ত্র-গুলিসহ কতিপয় দুষ্কৃতিকারী আরসার সক্রিয় সদস্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ ও ৮ এপিবিএনের যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করলে দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আরসার সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা পরস্পর যোগসাজসে অবৈধ দেশীয় অস্ত্র-গুলি দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সুবিধাদি আদায়ের লক্ষ্যে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল।
আবু সালাম চৌধুরী আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল পূর্বক তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ
