দেবিদ্বারে মহাসড়ক ইজারা দিলেন ইউএনও!

কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর অবস্থিত দেবিদ্বার উপজেলা সদর থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ অংশ ইজারা দিয়েছেন দেবিদ্বার পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী। দেবিদ্বার পৌরসভার ৫টি সিএনজি/ অটোবাইক, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মাইক্রোবাসের স্ট্যান্ডের পাশাপাশি দেবিদ্বার সদর থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ অংশও ইজারা দিয়েছেন তিনি। পৌর প্রশাসকের এক প্রজ্ঞাপনে ওই নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, ২০ ফেব্রুয়ারী দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্ত্তী ৪৬.২০.১৯.৪০.৭০.০৭.০০৬.২৩/ ১০৯-১১৩ নম্বর স্মারক স্বাক্ষর করে পৌর এলাকার ৬টি স্ট্যান্ড ইজারা দেন। আর এই ৬টি ষ্ট্যান্ডগুলোর মধ্যে দেবিদ্বার-চান্দিনা সড়কের বিআরডিবির আওতাভুক্ত ইউসিসির ষ্ট্যান্ড ছাড়া বাকী সবগুলোই কুমিল্লা-সিলেট হাইওয়ে সড়কের উপর। নিউমার্কেট থেকে সরকারি হাসপাতাল ও থানা গেইটের ৫০০ মিটারের মধ্যে এসব স্ট্যান্ডগুলোর অবস্থান। এর মধ্যে দেবিদ্বারে অবস্থিত জেলা পরিষদ মার্কেটের গলি থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত পুরো রাস্তা কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থিত।
এদিকে এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আবুল কালাম আজাদ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদের এক সভায় সর্ব সম্মতিক্রমে জনস্বার্থে হাইওয়ে রোডে সিএনজি স্ট্যান্ডগুলো ইজারা না দেওয়ার সিদ্ধান্ত হয়। তারপরও পৌরপ্রশাসক (ইউএনও) কার স্বার্থে ইজারা দিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন।
অপরদিকে ইজারার অংশে মহাসড়ক রয়েছে কি-না তা নিশ্চিত করে জানেন না বলে জানিয়েছেন পৌর প্রশাসক (ইউএনও) ডেজি চক্রবর্তী। তিনি বলেন, স্ট্যান্ডটি মহাসড়কে কি-না আমি জানি না। এ বিষয়ে আমার পৌর সচিবকে কল দেন। তিনি বিস্তারিত বলতে পারবেন।
এসআইএইচ
