আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন পলাতক আসামি রয়েছেন।
এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
এ মামলায়
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শাহজালাল রাহুল। অপর আসামিরা হলেন- রাহুলের অনুসারী রাকিব হোসেন, মিনহাজুল, সুমন হোসেন, সোহাগ ও পলাতক আসামি ফারুক ক্বারি।
জানা যায়, বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মিয়ারহাট মাছঘাট এলাকায় আওয়ামী লীগ নেতা বিএম শাহজালাল রাহুল ও ইউপি সদস্য (মেম্বার) নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। প্রায় ২ ঘণ্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে কিশোর রাসেল মারা যায়। এ সময় রুহুল আমিন ও ফারুক ক্বারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। রুহুল আমিন সদর হাসপাতালে ও ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে রাসেল ও তার বাবা মনির চর থেকে মিয়ারহাট ঘাটে আসে। এ সময় ঘাটে রাহুলের অনুসারী হিসেবে পরিচিত ফারুক ক্বারী নামে এক ব্যক্তির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় রাহুলের অন্য অনুসারী রাকিব হোসেন, মিনহাজুল ও সুমন জড়ো হয়। এক পর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। হঠাৎ করে রাকিব ছুরি দিয়ে রাসেলের পেটে আঘাত করে। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রুহুল আমিনসহ আরও ৫ জন আহত হয়। রাসেল ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রাহুলসহ ৫ জনকে আটক করে। পরে পুলিশের হাত থেকে রাহুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার অনুসারীরা। তারা মিয়ারহাট বাজারে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পুলিশকে আটকানোর চেষ্টা করে। পরে পুলিশ গাছের গুড়ি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটককৃতদের থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানা যায়, আওয়ামী লীগ নেতা রাহুল ও ইউপ সদস্য নজরুলদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি মিয়ার হাট মাছ ঘাট নিয়েও তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ঘাটকে কেন্দ্র করেই সকালে কথা কাটাকাটি হয়। এর এক েপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল ইউপি সদস্য নজরুলের আপন ভাতিজা। রাহুল ও নজরুল এলাকায় বালু উত্তোলনের জন্য সম্প্রতি দুটি ড্রেজার মেশিন বসিয়েছে। ড্রেজার মেশিন বসানো নিয়েও তাদের মধ্যে বিরোধ রয়েছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, সংঘর্ষের ঘটনায় গতরাতে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ আসামিদের আদালতে পাঠানো হবে।
এসআইএইচ
