বান্দরবানে ৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বান্দরবানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার দায়ে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বান্দরবান বাজারে অভিযান চালানো হয় । এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযানে বান্দরবান বাজারের জিয়াবুল ব্রাদার্সের মালিক জিয়াবুলকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং তার প্রতিষ্ঠান থেকে ৪৭ কেজি পলিথিন জব্দ করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী, জুনিয়র কেমিস্ট মো.আবদুছ ছালামসহ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী জানান, বান্দরবানের পরিবেশ সুরক্ষা রাখা এবং নিষিদ্ধ পলিথিন বন্ধের লক্ষ্যে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এএজেড
