সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধাক্কায় আবুল হাসান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এ দুর্ঘটনা ঘটে। আবুল হাসান সোনারগাঁয়ে সোনাখালী এলাকায় থাকতেন।
নিহতের আত্মীয় আয়নাল হক জানান, সকালে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার আবুল হাসানকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম আবদুস সামাদ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরএ/
