সুনামগঞ্জে পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটার পাড় কেটে অবৈধভাবে কোয়ারির পাথর উত্তোলনকালে মাটি চাপায় আজহারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া এলাকার জাদুকাটা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত এক মাস ধরে জাদুকাটা নদীতে পাথর উত্তোলন চলছিল। পাকা রাস্তার মাথা এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে ১০-১২টি পাথর কোয়ারি করেছে। শ্রমিকরা রোববার বিকেলে কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলেন। ৪টার দিকে পাথর উত্তোলনের সময় হঠাৎ করেই পাথর কোয়ারির পাড় ভেঙে চাপা পড়েন আজহারুল ইসলাম। এ সময় কোয়ারিতে থাকা অন্য শ্রমিকদের চিৎকারে আশপাশে থাকা লোকজন ও নদীতে কাজ করতে আসা বারকী শ্রমিকরা মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় বাদাঘাট বাজারের লাইফ কেয়ার ডায়গনিস্টিক সেন্টার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ গোলাম হক্কানি বলেন, বালু মাটি চাপায় আজহারুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাহিরপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হচ্ছে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নুর সালামের ছেলে।
এসএন