সাভারে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
সাভার পৌর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মোসা. সালমা আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মোসা. সালমা আক্তার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মুসলেমাবাদ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি সাভার পৌর এলাকার গেন্ডা এলাকার ৫নং গেট এলাকার বাসিন্দা।
ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার আনন্দপুর গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকসের সামনে থেকে মোসা. সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি অনেক ধরেই ইয়াবা কারবারির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসজি