টাঙ্গাইলে রাইস ট্রান্সপ্লেন্টারে ধানের চারা রোপন শুরু
২০২২-২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধান সমলয় চাষাবাদ বাস্তবায়ন এবং ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ারে রাইস ট্রান্সপ্লেন্টার পদ্ধতির মাধ্যমে ধানের চারা রোপন করা শুরু হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সদর ইউনিয়নের বারপাখিয়া এলাকায় সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, আগে মানুষ গরু মহিষ দিয়ে জমি চাষ করতো। আর এখন আধুনিক যন্ত্র পাওয়ার টিলার ও ট্রাক্টর ইত্যাদি দিয়ে জমি চাষ করছে। কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তন এখন খুবই জনপ্রিয় হয়েছে। এখন চলে এসেছে ধান রোপন যন্ত্র। স্মার্ট কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও কৃষি।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শোয়েব মাহমুদ, অতিরিক্ত কৃষি অফিসার এস.এম রাশেদুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার আফসানা ইয়াসমিন সুইটি, বারপাখিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাজীবুল হাসান মল্লিক প্রমূখ।
এএজেড