বান্দরবানে ১৬ জঙ্গি ও কেএনএফের ৩ সদস্য রিমান্ডে

বান্দরবানের থানচিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৬ সদস্য এবং পাহাড়ি বিচ্ছিনতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল আমলি আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’র সদস্য আস সামী রহমান সাদ, সোহেল মোল্লা, আল আমিন ফকির, জহিরুল ইসলাম, রিয়াজ শেখ জায়েদ, ওবায়দুল্লাহ, জুয়েল মাহমুদ, ইলিয়াস রহমান, হাবিবুর রহমান মোড়া, সাখাওয়াত হোসেইন, আব্দুস সালাম রাকি, জোবায়ের আহমেদ আইমামন, শামীম হোসেন, আবু হুরাইরা রাফি, তাওয়াবুর রহমান সোহান, মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ আবু হুরাইরা এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের সদস্য লাল মুল সিয়াম বম, মালসম পাংকুয়া ও ফ্ল্যাপগ ক্রস থাং বম।
এদিকে জঙ্গি সদস্য মো. মিরাজ শিকদার অসুস্থ থাকায় তাকে আদালতে তোলা হয়নি।
বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক বলেন, গত ৭ ফেব্রুয়ারি বান্দরবানের থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রি ব্রিজের কাছে র্যাব অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ সদস্য ও কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করে র্যাব।
তিনি আরও বলেন, ২০ জনকে গ্রেপ্তার করা হলেও আজ আদালতে ১৯ জনকে হাজির করা হয়েছে। তাদের মধ্যে এক আসামি অসুস্থ থাকায় তাকে আদালতে তোলা হয়নি।
এসজি
