ববি ছাত্রীকে লাঞ্ছিত: ইউপি সদস্য গ্রেপ্তার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও তার স্বামীকে লাঞ্ছিতের ঘটনার মামলায় চরকাউয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইদুল আলম লিটনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় র্যাব-৮ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সিপিএসসি কোম্পানির একটি দল বরিশাল নগরীর সাগরদী ইসলামপাড়া থেকে রবিবার দুপুর ১টার দিকে আসামি সাইদুল আলম লিটনকে গ্রেপ্তার করে।
র্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১২ জানুয়ারি সাইদুল আলম লিটন ও তার সহযোগী দুইজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা ও তার স্বামী। ওই মামলার ৩ নম্বর আসামি সাইদুল আলম লিটন ও তার ভতিজা জাহিদ হোসেন জয় এবং তার সহযোগীরা বিশ্ববিদ্যালয় এলাকার বহু অপকর্মের মূল হোতা। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আতঙ্ক। লিটনের ভাতিজা জয় ছাত্রীদের উত্ত্যক্ত করতো এবং তিনি প্রশ্রয় দিতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতে প্রায় সময় হেনস্তার শিকার হতেন।
তিনি আরও বলেন, এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করতে আমাদের গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।
উল্লেখ্য, গত (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষার্থী ও তার স্বামী বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে গেলে স্থানীয় জয় নামে এক যুবক তাদের লাঞ্ছিত করে। এ ঘটনায় বন্দর থানায় তাৎক্ষণিক মামলা করা হয়।
/এসপি