মহেশখালীতে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী ও আদিনাথ মেলা শুরু
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু হয়েছে। পূজা উপলক্ষ্যে শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শিব দর্শন ও মেলা বসবে৷
প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকেন।
জানা গেছে , এই মেলা আনুমানিক ২০০ বছরেরও বেশী সময় ধরে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে। এ জন্য প্রতি বছর মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলার আয়োজন করা হয়। আর এই পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগী এখানে আসেন। তাদের পাশাপাশি আসেন নানান প্রান্তের পর্যটকরাও।
আরও জানা গেছে, মহেশখালী উপজেলা আদিনাথ মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ১০ দিনব্যাপী পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তরা ও পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, আনসার মোতায়ন করা হয়েছে। এ ছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক টহলে থাকবে। তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ-যান ও সড়ক পথে যানবাহন ভাড়া নির্ধারণসহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন কান্তি দে বলেন, মেলার প্রথম তিনদিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূর্জা। পূজার পরও ১০ দিন চলবে মেলা। প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তদের জন্য থাকার সু-ব্যবস্থা থাকবে এবং অনৈতিক কর্মকাণ্ড, যাত্রা, সার্কাস, হাউজি, যেকোনো ধরনের জুয়া ও বিনোদনমূলক ব্যবস্থা থাকবে না। শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে।
মহেশখালী থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) প্রনব চৌধুরী বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ ও মহেশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম সর্বক্ষণিক টহলে থাকবে। মেলায় আগত পূজারী, ভক্ত অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এসআইএইচ