কক্সবাজারে বন রক্ষককে কুপিয়ে হত্যা
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে বন রক্ষার দায়িত্বে থাকা গ্রাম প্রধানকে (হেডম্যান) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে আলী আহমেদের মরদেহ উদ্ধার করা হয়।
ব্যাংডেবার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হেডম্যান আলী আহমেদ বন রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। যারা বনের গাছ বা পাহাড় কাটে তাদের হামলার আতঙ্কে ছিলেন। হামলার পর সন্ত্রাসীরা বন বিভাগের বিট অফিসে তালা দিয়ে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অরুপ কুমার চৌধুরী।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, শনিবার রাতে জোয়ারিয়ানালার ব্যাংডেবা গ্রামের হেডম্যান আলী আহমেদকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। রোববার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করতে সেখানে যায় পুলিশ। এলাকাটি দুর্গম হওয়ায় একটু সময় লেগেছে। এখন মরদেহ মর্গে নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।
এসএন