নওগাঁ হাসপাতালে এক বছরে চিকিৎসা নিয়েছেন পৌনে ৫ লাখ
নওগাঁয় অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জেলার বাসিন্দাদের চিকিৎসার সর্বশেষ আশ্রয়স্থল। বিগত এক বছরে ৪ লক্ষ ৭২ হাজার ২৭০ জনকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ফেব্রুয়ারি) নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, এই চিকিৎসা সেবার মধ্যে অন্ত:বিভাগে ৪৬, ২৫১ জন, জরুরী বিভাগে ৮১, ৭৭৬ জন, বহি:বিভাগে ৩, ২৬, ৬৯১ জন, নরমাল ডেলিভারী ১১৩৩ জন, সিজারিয়ান ডেলিভারী ২৯১ জন, মেজর সার্জারী ৭৮২ জন এবং মাইনর সার্জারী ১৪, ৮৬৪ জন। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জন সাধারনকে এই সেবা দেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত ৫০ শয্যার হাসপাতালটি ১৯৯৭ সালে ১০০ শয্যা সদর হাসপাতালে উন্নীত হয়। তবে ১০০ শয্যার লোকবল পায় ২০১০ সালে। এরপর ২০১৯ সালে ১৫০ শয্যা করা হয়। ২০২০ সালে অনুমোদন পেলেও ২০২১ সালে চালু হয় ২৫০ শয্যার সুবিধা। রোগী ভর্তির হার শতভাগের বেশি। বহির্বিভাগে দৈনিক হাজারের বেশি মানুষ চিকিৎসার জন্য আসছে। বিনামূল্যে দেয়া হচ্ছে ৩২ ধরনের ওষুধ। ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর দূর-দূরান্ত থেকে সেবাপ্রত্যাশীরা পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিতে আসছে। ভর্তি রোগীদের ৮০ শতাংশের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরছে। অন্যত্র পাঠাতে হচ্ছে না।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের তালিকার জেলা পর্যায়ের হাসপাতালগুলো নিয়ে সর্বশেষ প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারত সীমান্ত ঘেঁষা রাজশাহী বিভাগের জেলাটিতে পৌঁনে ২৮ লাখ মানুষের বসবাস। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
এএজেড