শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

৬ মাস ধরে জামালপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচার বন্ধ

চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচারের আধুনিক কক্ষ সবই আছে। অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচারের আগে যিনি ‘অ্যানেসথেসিয়া’ প্রয়োগ বা অচেতন করেন, সেই অবেদনবিদ নেই। এতে ছয় মাসের বেশি সময় ধরে জামালপুর সদর উপজেলার মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচার (সিজার) বন্ধ রয়েছে। অথচ এই কেন্দ্রে প্রতি মাসে গড়ে ৩০টি অস্ত্রোপচার হতো। এ অবস্থায় এলাকার দরিদ্র অন্তঃসত্ত্বা নারীরা ভোগান্তিতে পড়েছেন। তাদের অতিরিক্ত টাকা খরচ করে জেলা শহরের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, জামালপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অন্তঃসত্ত্বা নারীরা চিকিৎসা নিতে আসছেন। দ্বিতীয় তলায় অস্ত্রোপচারের কক্ষ। তবে কক্ষটি তালাবদ্ধ। কেন্দ্রের একজন নার্সের সহযোগিতায় তালা খোলা হয়। দেখা যায়, সেখানে অস্ত্রোপচারের জন্য সব সরঞ্জাম রয়েছে।

জামালপুর শহরের জিগাতলা এলাকার মিজানুর রহমানের স্ত্রী শাহিলা আক্তার (২৫) কেন্দ্রের চিকিৎসকদের আন্তরিকতা ও সেবায় খুশি। কিন্তু এই শেষ সময়ে তাকে বেসরকারি হাসপাতালের চিকিৎসকের দ্বারস্থ হতে হচ্ছে।

মিজানুর রহমান বলেন, ওই কেন্দ্রে বিনামূল্যে অনেক ভালো সেবা দেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের সুবিধা না হওয়ায় এখন বেসরকারি হাসপাতালে যেতে হবে। এতে তার অন্তত ২০ হাজার টাকা খরচ হবে। এখন এত টাকা জোগার করতে তাকে হিমশিম খেতে হবে।

শহরের লাঙ্গলজোড়া এলাকার মুক্তা খাতুনের সন্তান প্রসব হতে এখনো কিছুটা সময় বাকী। তবে যদি অস্ত্রোপচার করাতে হয়, সেই ক্ষেত্রে তিনি কী করবেন, চিন্তায় আছেন। মুক্তা খাতুন বলেন, ‘দেখেন, কত মায়েরা আসছেন। বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন। এখন সিজার করাতে হলে প্রাইভেট ক্লিনিকে করাতে হচ্ছে। আর এই সিজারের খরচ জোগানো অনেক কষ্টকর।’

মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকার পূর্ণিমা আক্তার জামালপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচার করাতে আগ্রহী ছিলেন। পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন। সব মিলিয়ে তার ১৭ হাজার টাকা খরচ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রের এক নার্স বলেন, তাদের অস্ত্রোপচার কক্ষে সব ধরনের যন্ত্রপাতি আছে। গত বছরের মার্চে কেন্দ্রের অবেদনবিদ সোহরাব আলী অবসরে চলে যান। এরপর একজন ডিপ্লোমাধারী অবেদনবিদ দিয়ে অস্ত্রোপচারের কার্যক্রম চালু করা হয়েছিল। কিন্তু তিনিও গত বছরের জুলাই মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। এর পর থেকে অস্ত্রোপচার কার্যক্রম পুরোপুরি বন্ধ।

তিনি আরও বলেন, গত বছরের ১৫ নভেম্বর একজন অবেদনবিদ যোগ দিয়েছিলেন। কিন্তু তিনি আর এক দিনও কেন্দ্রে আসেননি। গড়ে প্রতি মাসে এ কেন্দ্রে ৩০টি অস্ত্রোপচার হতো।

কেন্দ্রটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) উম্মে হাবিবা বলেন, এই কেন্দ্রে অস্ত্রোপচারসহ বিভিন্ন সেবায় কোনো টাকা লাগে না। ফলে রোগীর সংখ্যা অনেক বেশি। প্রতিদিন শতাধিক অন্তঃসত্ত্বা নারী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে যাদের কোনো সমস্যা থাকে তাদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হতো। কিন্তু প্রায় ৯ মাস ধরে তাদের অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার হচ্ছে না।

এ ব্যাপারে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মাজহারুল হক চৌধুরী বলেন, দ্রুত একজন অবেদনবিদ দেওয়ার জন্য তিনবার লিখিতভাবে জানানো হয়েছে।

এসআইএইচ

Header Ad
Header Ad

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

মাউন্ট মুঙ্গানুইতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪৩ রানে পাকিস্তানকে পরাজিত করে নিউজিল্যান্ড সম্পূর্ণ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

বাবর আজমের দ্বিতীয় ফিফটি হলেও দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচানো সম্ভব হয়নি। এই ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হয়ে ৪২ ওভারে পরিণত হয়। পাকিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়।

অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এবং ওপেনার রাইস মারিউয়ের হাফসেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে। মারিউ ৬১ বল খেলে ৫৮ রান করেন, যেখানে ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কা ছিল। ব্রেসওয়েল ৪০ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরে যান, তার ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা। এছাড়া হেনরি নিকোলস ৩১, ড্যারিল মিচেল ৪৩ এবং টিম সেইফার্ট ২৬ রান করেন।

পাকিস্তানের বোলার আকিফ জাভেদ ৬২ রানে ৪ উইকেট শিকার করেন, নাসিম শাহ পান ৫৪ রানে ২ উইকেট।

অবশ্য পাকিস্তানের লক্ষ্য ছিল কঠিন। ৪০ ওভারে ২২১ রানেই তাদের ইনিংস গুটিয়ে যায়। বাবর আজম ৫৮ বল খেলে ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় ৫০ রান করেন, তবে তার আউট হওয়ার পর পাকিস্তান দুর্দশায় পড়ে যায়। মোহাম্মদ রিজওয়ান চেষ্টা করলেও ৩২ বলে ৩৭ রানে আউট হন। পাকিস্তান ১৬৯ রানে ৪ উইকেট হারানোর পর শেষ ৬ উইকেট ৫২ রানে হারিয়ে ২২১ রানে অলআউট হয়ে যায়।

শেষদিকে তৈয়ব তাহির ৩১ বলে ৩৩ রান করে দলের পরাজয়ের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেন, তবে একাধিক ব্যাটারের ব্যর্থতায় শেষ পর্যন্ত তারা ম্যাচটি হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হয়। পাকিস্তানের ওপেনার ইমাম উল হক ১ রানে রিটায়ার্ড হার্ট হন, এছাড়া তিনি আর নামতে পারেননি।

নিউজিল্যান্ডের বেন সিয়ার্স ৩৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন।

Header Ad
Header Ad

স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল

ছবি: সংগৃহীত

অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম।

অভাবের কারণে পড়ালেখার পাশাপাশি সিএনজি অটোরিকশা চালান খায়রুল। শুক্রবার (৪ এপ্রিল) রাতে বগুড়া সদর থানায় মালিকের কাছে স্বর্ণালংকার ও নগদ টাকা হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন।

স্বর্ণ ব্যবসায়ী শাহিন হোসেন, পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা। তিনি জানান, ২৯ মার্চ ব্যবসার কাজে বগুড়ায় এসে সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় উঠেন। পরে বনানী এলাকায় নেমে বাসে উঠে পড়ার সময় কালো ব্যাগটি অটোরিকশায় ফেলে যান। বাস শাজাহানপুর পৌঁছালে ব্যাগ ফেলার বিষয়টি বুঝতে পারেন।

ওই দিন খায়রুল ইফতারের জন্য বাড়ি ফেরার পর রিকশার পেছনে ফেলে যাওয়া কালো ব্যাগটি দেখতে পান। ব্যাগ খুলে কাপড়ের নিচে স্বর্ণালংকার ও টাকা দেখতে পেয়ে হতবাক হয়ে যান।

মায়ের সঙ্গে পরামর্শ করে কয়েক দিন নিজেই মালিকের খোঁজ করে ব্যর্থ হন খায়রুল। শেষমেশ পুলিশের সহযোগিতা নেন। পুলিশ ব্যাগ তল্লাশি করে একটি কাগজে লেখা ফোন নম্বর পেয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে। রাতে শাহিন থানায় গিয়ে রসিদ যাচাইয়ের পর গয়না ও টাকা বুঝে নেন।

ব্যাগ ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেলেন শাহিন। তিনি বলেন, "ব্যাগে ২৬ লাখ টাকার গয়না ছিল। ব্যাগ হারালে নিঃস্ব হয়ে যেতাম। খায়রুলের সততা আমাকে স্তব্ধ করে দিয়েছে।”

ওসি মঈনুদ্দিন বলেন, খায়রুল শুধু সৎ নন, দায়িত্বশীল ও মানবিকও। সমাজে এমন শিক্ষার্থীরা সত্যিই আশার আলো।

Header Ad
Header Ad

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু। ছবি: ঢাকাপ্রকাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শনিবার (৫ এপ্রিল) দুপুর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার দুপুর থেকেই শুরু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে পন্যজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও পন্যজট রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদে টানা ৮ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিলনা। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।

আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। শনিবার দুপুর ১২ টা থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার অধিকার রাখে না
লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট ও ভোগান্তি
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৮ জনের ৩ কোটি আত্মসাৎ, ফেরত দেওয়ার দাবি
প্রশাসনে রেকর্ড সংখ্যক কর্মকর্তা ওএসডি, চুক্তিভিত্তিক নিয়োগে নতুন রেকর্ড
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট