নওগাঁয় ১২ ঘণ্টার ব্যবধানে ৩ মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দায় ও মহাদেবপুরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪০), মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের গজেন্দ্রেনাথ হাওলাদারের ছেলে কুমার হাওলাদার (২২) ও মহাদেবপুর উপজেলা চৌকগৌরী বাঘাচারা গ্ৰামের ছালেক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী জানান, আজ বেলা ১১টার দিকে ফেরিঘাট ট্রাকস্ট্যান্ড এলাকায় বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়।
এ ছাড়া বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি পিকআপে করে কুমার হাওলাদারকে চিকিৎসার জন্য মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিন ব্যক্তি। পরে কর্তব্যরত চিকিৎসককে না বলে তারা তাকে জরুরি বিভাগের রুমের বাইরে রেখে পালিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক থানায় সংবাদ দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার চৌকগৌরী বাঘাচারা মাদ্রাসার পাশে একটি ডোবা থেকে বাকপ্রতিবন্ধী সাজ্জাদ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসজি