ইটভাটায় মাটি বিক্রির দায়ে মেম্বারসহ ৩ ব্যক্তিকে জরিমানা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্ক গ্রামে এক্সকাভেটর দিয়ে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে ইউপি সদস্যকে ১ লাখ ৫০ হাজার টাকা, একইসাথে জমির মালিককে ২০ হাজার টাকা ও এক্সকাভেটর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ইউপি সদস্যের নাম মো. শাহাদুল ইসলাম শাহেদ। তিনি উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্ক নামক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ভরণছড়ি গ্রামের শফি সওদাগরের ছেলে শাহাদুল ইসলাম শাহেদ, ১৩ ইসলামপুরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুদারপাড় গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল মান্নান ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শিকদার পাড়া গ্রামের আবদুর রহমান শিকদারের ছেলে রফিক শিকদার
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১নং রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্ক গ্রামে গতকাল এক্সকাভেটর দিয়ে ফসলি জমির মাটি উত্তোলন করে সুগারমিল এলাকার মিয়া কোম্পানির ইট ভাটায় বিক্রি করছিল ইউপি সদস্য মো. শাহেদ। খবর পেয়ে গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এক্সকাভেটর জব্দ করে ৬নং ইউপি সদস্য মো. ইউসুফের জিম্মায় রাখেন উপজেলা প্রশাসন। আজ দুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ইউপি সদস্যকে ১লাখ ৫০ হাজার টাকা এবং জমির মালিক রফিক শিকদারকে ২০ হাজার টাকা ও মিথ্যা তথ্য দেয়ায় এক্সকাভেটরের মালিক আবদুল মান্নানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম বলেন, রাজানগর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাদুল ইসলাম শাহদ, জমির মালিক ও এক্সকাভেটরের মালিক দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উভয়কে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএজেড