নরসিংদীতে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রজাতির ফুল চাষ
নরসিংদীতে নিজস্ব ব্যবস্থাপনায় চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল। কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও আর্থিক সহায়তা পেলে ফুল চাষের পরিধি সম্প্রসারণ করতে আগ্রহী ফুল চাষীরা। কৃষি বিভাগ বলছেন, এলাকাটি ফুল চাষের উপযোগী হওয়ায় ফুল চাষের কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন তারা।
নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জের ফুল চাষী আবু সাইদ। প্রায় ৮ বছর আগে পত্রিকার সংবাদ দেখে ১০ শতাংশ জমিতে ৪/৫ বন্ধু মিলে শুরু করেন প্রথমবারের মতো বিভিন্ন রকমের ফুল চাষ। কিছুদিন যাওয়ার পর বন্ধুরা চলে গেলেও ফুল চাষকে ধরে রেখেছেন আবু সাইদ। প্রথম পর্যায়ে গোঁলাপ, গাঁদা ও রজনীগন্ধা ফুল দিয়ে শুরু হলেও এখন তার বাগানে চাষ হচ্ছে গোঁলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসী, কেলেন্ডুলা, কাঠমালতিসহ দেশি-বিদেশি জাতের এক ডজন রকমের ফুল। এ ছাড়াও মৌসুমী অনুযায়ী বিভিন্ন প্রজাতির ফুলের চাষও করে থাকেন তিনি। তার বাগানে চাষ করা ফুল আশপাশ এলাকার ফুলের দোকানে পাইকারী হিসেবে সরবরাহ করেন এই ফুল চাষী।
আরও জানা গেছে, আবু সাইদ যখন ১৪ বিঘা জমিতে ফুল চাষ করেন ঠিক সেই মুহুর্তে করোনার হানায় সর্বশান্ত হয়ে পড়েন তিনি। ফলে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সেই ক্ষতি পুষিয়ে নিতে সম্প্রতি পুনরায় ফুল চাষ শুরু করেন তিনি। তার ফুল চাষ দেখে অনুপ্রাণিত হয়ে অন্যান্য অঞ্চলেও শুরু হয়েছে ফুল চাষ। কৃষি বিভাগের পরামর্শ, সরকারি-বেসরকারি সহায়তা পেলে ফুলের চাষ সম্প্রসারণ করার কথা ব্যক্ত করেছেন আবু সাঈদ।
আবু সাঈদের প্রতিবেশীরা জানান, এই ফুল বাগান দেখতে দূর-দুরান্ত থেকে লোকজন ছুটে আসে। বাগান দেখে আনন্দ উপভোগ করেন আবার কেউ কেউ বাগানে ছবিও তুলেন। এ ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে পাইকারী হিসেবে ফুল নিয়ে যাচ্ছেন অনেকে।
এ ব্যাপারে নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন জানান, নরসিংদী ফুল চাষের উপযোগী হওয়ায় পরীক্ষামূলকভাবে বেশ কিছু জায়গায় ফুল চাষ হচ্ছে। এতে ফলন ভালো হওয়ায় এই এলাকায় ফুল চাষের অপার সম্ভাবনা রয়েছে। তাই ফুল চাষের কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
কৃষি বিভাগের সহায়তায় নরসিংদীতে ফুল চাষের সম্প্রসারণ হবে-এমন প্রত্যাশা ফুল চাষী ও সচেহন মহলেরও।
এসআইএইচ