রেলের জিএমকে শাসালেন আওয়ামী লীগ নেতার মেয়ে!
ট্রেনের টিকিট চেক করায় পশ্চিমাঞ্চল রেলের জিএমকে ধাক্কা দিয়ে শাসানোর অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার মেয়ের বিরুদ্ধে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদের মেয়ে ছন্দা এবং ছেলে মিজানুর রহমান আব্দুলপুর পর্যন্ত টিকিট কাটেন। তাদের কাছে চাটমোহর পর্যন্ত কোনো টিকিট ছিল না। এ অবস্থায় টিকিট চেক করতে গেলে উল্টো পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের উপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে ট্রেনটি পাবনার চাটমোহরে পৌঁছালে ওই আওয়ামী লীগ নেতার মেয়ে ও তার ভাই দ্রুতই সটকে পড়েন।
আরও জানা গেছে, ছন্দা পাবনার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা।
এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার প্রথমে ধাক্কা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও পরে অস্বীকার করে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। তবে শারীরিকভাবে লাঞ্চিত না, গালিগালাজ করেছে। মেয়েটা ক্ষমতা দেখাচ্ছিল। তবে তার বাবা অনেক ভালো মানুষ। উনি পরে ক্ষমা চেয়েছেন। রাগ ছিল। তবে এখন তাদের উপর আমার কোনো রাগ নাই।
এ বিষয়ে পাবনা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ বলেন, এমন একটি বিষয় জানার পরপরই জিএমকে ফোন দিয়েছিলাম। তিনি তেমন কিছু হয়নি বলে জানালেন। আর আমার মেয়ে ও ছেলে বলল, তারা চাটমোহর পর্যন্ত কোনো টিকিট পায়নি। তাই আব্দুলপুর পর্যন্ত টিকিট করেছেন। এখানে এসে জিএম নাকি ৩০০ টাকা জরিমানা করেছিল। কিন্তু কোনো টিকিট দেয় নি। এটা নিয়েই নাকি কিছু হয়েছে।
তিনি আরও বলেন, ওইখানে কি ঘটেছে, তা তো নিশ্চিত না। তবে যদি এমন কিছু হয়ে থাকে সেটা দুঃখজনক।
এসআইএইচ