নাশকতার প্রস্তুতির সময় ছাত্রশিবিরের আটক ২১
নাশকতার প্রস্তুতির সময় কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২১জন কর্মীকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত ২১ জনের মধ্যে ৪জনের পরিচয় পাওয়া গেছে। সোমবার ৬ফেব্রুয়ারি ছাত্রশিবিরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে ছাত্রশিবিরের নেতাকর্মীদের নাশকতা প্রস্তুতিসহ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বলে জানায় কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ।
আটকৃত ৪ শিবির কর্মীরা হল-কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে ছোটন (১৬),সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ভাটাইল গ্রামের আব্দুস সালামের ছেলে মো. শফিউল্লাহ (২১),পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. এমদাদুল (২২),ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাছপাড়া এলাকার হাশেম উদ্দিনের ছেলে আহসান হাবীব (১৬)।
তিনি আরও জানায়,গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে বাঁধা দিলে শিবিরের কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়ে। ঘটনাস্থল থেকে ককটেলের ধংশাবশেষ,কাঁচ ও ইটের টুকরা উদ্ধার করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ১৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে।
তারপর তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনায় মডেল থানার এসআই কামাল সহ ৭জন ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন। ওসি মোহাম্মদ দাউদ জানান, আটকৃতদের ব্যাপারে বিস্ফোরক আইনে ও নাশকতার দায়ে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএজেড