বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত এমপি এনামুল
করোনার টিকার বুস্টার ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। আগের দিন শুক্রবার তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।
এমপি এনামুল হকের জনসংযোগ কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গত বুধবার সংসদ ভবনের করোনা সেন্টারে করোনার টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন এমপি এনামুল হক। এর দুই দিন পর তার শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলো।
এর আগে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ নিয়ে বাগমারায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন এমপি এনামুল। ওই বছরের ১০ এপ্রিল বাগমারায় করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে তিনি এখন ঢাকায় আছেন।
শনিবার বিকালে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এনামুল হক বলেন, ‘সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমি নমুনা পরীক্ষা করিয়েছি। এতে রিপোর্ট পজিটিভ হয়েছে। তবে আমি ভালো আছি। শারীরীক কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনেরও করোনা পজিটিভ রিপোর্ট হয়। তিনিও ঢাকায় আছেন। খায়রুজ্জামান লিটন করোনার টিকার দুটি ডোজ গ্রহণ করেছেন।
এসএসকে/এএন