১৫ দিনেও আটক হয়নি সাংবাদিক দম্পতিকে হত্যাচেষ্টার আসামি
নওগাঁর আত্রাইয়ে সাংবাদিক দম্পতিকে হত্যাচেষ্টার ঘটনায় ১৫ দিনেও কোনো আসামি আটক হয়নি। ফলে বাদীপক্ষ শঙ্কিত হয়ে পড়েছে।
গত ২৮ ডিসেম্বর উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্যাসবাড়ি গ্রামে নির্বাচনী সহিংসতা সৃষ্টি হয়। এ সময় দৈনিক মাতৃজগত পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ সুইট ও তার স্ত্রী দৈনিক গণতদন্ত পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মিতুমনি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। এ সময় সন্যাসবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের নির্দেশে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সাংবাদিক দম্পতি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
এ ঘটনায় সাংবাদিক সুইট বাদী হয়ে গত ১ জানুয়ারি সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। তারপর ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'আসামি আটকের জন্য আমরা একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। মামলা দায়েরের পর থেকে তারা আত্মগোপনে থাকায় আটক করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।'
এসটি/এএন