টিউলিপ বাগান পরিদর্শনে নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন
গাজীপুরের শ্রীপুরে টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভার কেওয়া এলাকার দেলোয়ার হোসেনের টিউলিপ বাগান পরিদর্শন করেন। ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা বলেন, টিউলিপ ফুল রপ্তানিযোগ্য। এটি রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদিশেক মুদ্রা অর্জন করা সম্ভব। এটি ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশে রপ্তানি করা যাবে।
টিউলিপের উদ্যোক্তা দেলোয়ার হোসেন বলেন, নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা টিউলিপ ফুলের চাষের বিষয় আগেই জানতেন। মূলত, তার দেশের ফুলের চাষ দেখতে এবং এ বিষয়ে খোঁজ খবর নিতে নেদারল্যান্ডসের ওই কর্মকর্তা বাগান পরিদর্শন করতে আসেন। ওই কর্মকর্তা বাগান সম্প্রসারণে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান এই উদ্যোক্তা।
এএজেড