বিএনপির সমাবেশ, আমিনবাজার চেকপোস্টে আটক ৩০
১০ দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার অন্যতম প্রবেশপথ আমিনবাজারে পুলিশের চেকপোস্ট থেকে সন্দেহভাজন হিসাবে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সমাবেশকে কেন্দ্র করে করে নয়, বরং যাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে এবং যারা জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেনি, তাদেরই আটক রাখা হয়েছে, এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
চেকপোস্ট প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, যেহেতু একটি দলের সমাবেশ চলছে সেই কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেটি নিশ্চিত করতে পুলিশ সতর্কতামূলক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে যারা কোন সদুত্তর দিতে পারেনি, আমরা তাদের আটক রেখেছি, তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। মূলত কেউ যেন রাজধানীতে প্রবেশ করে কোনপ্রকার নাশকতামূলক কর্মকাণ্ড করার সুযোগ না পায় সেটি নিশ্চিত করতেই আমাদের এই সতর্ক অবস্থান।
আমিনবাজার চেকপোস্ট থেকে আটককৃতরা হাইয়েস মাইক্রো বাস ও প্রাইভেটকার যোগে ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে। যদিও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আমিনবাজারে চলমান পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশী করছে পুলিশ সদস্যরা।
এএজেড