আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়া থানার দূর্গাপুর এলাকার মৃত রমজান আলী মুন্সির ছেলে মো. হামিদুর রহমান মুন্সি (৪০) ও আশুলিয়া থানার ভাদাইল পবনারটেক এলাকার মোতালেব সরকারের ছেলে মাইনু উদ্দিন সরকার আবির (২১)।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দুর্গাপুর ও ভাদাইল পবনারটেক এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এদের মধ্যে গতকাল রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার দূর্গাপুর থেকে ২৫০ পিস ইয়াবাসহ মো. হামিদুর রহমান মুন্সিকে ও এর কিছুক্ষণ পরে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকা থেকে মাইনু উদ্দিন সরকার আবিরকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ঢাকাপ্রকাশ-কে বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসআইএইচ