মহাজোট প্রার্থীর কেন্দ্রে এগিয়ে হিরো আলম
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়া-৪ আসনের মালঞ্চার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এগিয়ে আছেন। কেন্দ্রটি মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের নিজ কেন্দ্র বলে জানা গেছে।
এই কেন্দ্রে একতারা প্রতীক নিয়ে হিরো আলম ভোট পেয়েছেন ৩৭৮ (পুরুষ কেন্দ্র-২৯৯, মহিলা কেন্দ্র-৭৯)। অন্যদিকে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯২ ভোট। এ ছাড়া ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান কাজল পেয়েছেন ১৪২ ভোট।
এদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।
নির্বাচন উপলক্ষে দুই আসনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি ও র্যাব-১৭ টহল দল মোতায়ন আছে। এ ছাড়া ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৪ হাজার নিরাপত্তাকর্মী কাজ করছেন।
এসজি