চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পৌর এলাকার নবাবগঞ্জ আদর্শ স্কুল ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল উদ্ধার করা হয়। বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই চলছে ।
এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শহীদুজ্জান জানান, সকাল ৮টা ২০ মিনিটের দিকে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে । আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবেশ স্বাভাবিক হয়। পরে সকাল ১০টার দিকে ভোট কেন্দ্রের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয় । তবে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই চলছে ।এখন পর্যন্ত শতকরা ২৫ ভাগ ভোট পড়েছে। আশা করছি দুপুরের পর ভোটার উপস্থিতি আরো বাড়বে।
প্রিসাইডিং অফিসার আরও জানান, ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
এসআইএইচ