ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন
সাড়ে ৩ ঘণ্টায় ৭ ভাগ ভোট কাস্ট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা এসি একাডেমি কেন্দ্রে সাড়ে ৩ ঘন্টায় ভোট কাস্ট হয়েছে সাড়ে ৭ ভাগ। ভোটার উপস্থিতি একেবারে নগণ্য। মাঝে মধ্যে ২-৩ জন ভোটার আসছেন। একই অবস্থা চুন্টা দক্ষিণ সরকারি প্রাথমিক কেন্দ্রেও। কেন্দ্র দুটিতে খোশ-গল্প করে সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে ভোটারের অনুপস্থিতিতে হতাশ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বে থাকা আনসার ভিডিবি সদস্যরাও। কেন্দ্রের বাহিরে টেবিলে বসে জিমুচ্চেন আনসার সদস্যরা।
আনসার সদস্য আজগর আলী (৫২) ও সামছু মিয়া (৫০) বলেন, অন্য নির্বাচনগুলোতে এ সময় ভোটারদের সামলাতে হিমশিম খেতে হতো। আর আজকে এ সময় কেন্দ্র একেবারে ফাঁকা। দায়িত্ব পালন করে মজা পাচ্ছি না।
এলাকার বাসিন্দা ভোটার মো. কাশেম মিয়া (৬৫) বলেন, জীবনেও এমন ভোট দেখিনি। বেলা ১২টা বাজে। এখনো কেন্দ্রে আসছেন না ভোটাররা। আগে কখনো এমনটি দেখিনি। সরকার একজন প্রার্থীকে নিয়ে বেশি চিন্তা করায় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, এখানে মোট ভোটার ৩ হাজার ১৫৭ জন। এখন পর্যন্ত কাস্ট হয়েছে ২৩০ জন। ভোটাররা না আসার কারণ বলতে পারছি না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।
উল্লেখ্য, আন্দোলনের অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন (১১ ডিসেম্বর) জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির ছয়জন এমপি। এরপর বিএনপির ছেড়ে দেওয়া ৬টি সংসদীয় আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
এসআইএইচ