নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ চলছে
নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুটি সংগঠন এবং স্বতন্ত্র হিসেবে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভবনে এই ভোটগ্রহণ চলছে।
জেলা আওয়ামী সমিতির প্রার্থীরা হলেন- সভাপতি পদে খোদাদাত খান পিটু, সহ-সভাপতি পদে ময়েন উদ্দীন প্রামানিক ও মোফাজ্জল হক, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ফিরোজ, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে কাজী হাসানুজ্জামান হাসান, সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরি) পদে তানজিমুল হক (লিংকন) সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) পদে আশরাফুদ্দৌলা (নয়ন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্য পদে রফিকুল ইসলা মণ্ডল (বেনু), এএসএম আলতাফ হোসেন, মৃনাল কুমার মহন্ত, শ্যামল কুমার সরকার, আবু সাঈদ সুমন, মৃনাল কুমার মহন্ত, একেএম ফজলুল হক, শাকিল ইসলাম ও জসিম উদ্দিন প্রামানিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে মর্তুজা মহাতাবুদ্দিন, সহ-সভাপতি পদে আব্দুল মোত্তালেব ও দেওয়ান মাহবুব আলী, সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরি) পদে হারুন অর রশীদ ও সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) আব্দুল মুয়ীদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন, এসএম আব্দুর রহমান, দেওয়ান আবু হোসেন, জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ওহিদুর রহমান, আবু বকর সিদ্দিক ও গোলাম আজম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে সরদার সালাউদ্দিন (মিন্টু) ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার ৪০৫ জন। নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন আইনজীবী সুলতান আহমদ। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ড. আব্দুল মজিদ।
এসআইএইচ