ফেনীতে চালু হল বিনামূল্যে ২৪ ঘন্টা টেলি ডেন্টিস্ট সেবা
ফেনীতে চালু হল বিনামূল্যে ২৪ ঘন্টা টেলি ডেন্টিস্ট সেবা। শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেলি ডেন্টিস্ট সেবার ওয়েবসাইট উদ্বোধন করেন।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ফেনী জেলার শাখা বিনামূল্যে ২৪ ঘন্টা দন্ত সেবা বা টেলি ডেন্টিস্ট সেবা চালু করছে, যেখানে একজন পাশ করা বিডিএস ডাক্তার সাক্ষনিক তথ্য, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন। প্রতি সপ্তাহে একজন ডেন্টাল সার্জন এ সার্ভিসের দায়িত্ব পালন করবেন ও পর্যায়ক্রমে ফেনী জেলার সকল ডেন্টাল সার্জন এ সেবার দায়িত্বে থাকবেন।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ডা. কাজী মো. ইস্রাফীল বলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার উদ্যোগে সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট সিটিজেনের ইনডিকেটর বা নির্নায়ক হিসাবে একটি 'ওয়েবসাইট ও বিনামূল্যে ২৪ ঘন্টা ক্যাজুয়ালটি সার্ভিস' বাংলাদেশে এই প্রথম ফেনী জেলায় উদ্বোধন করছে।
বাংলাদেশে দিন দিন সাধারণ নিরাপরাধ দরিদ্র জনগোষ্ঠী হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন এসব হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসা থেকে সাধারণ নিরীহ জনগনের নিরাপদ সুচিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি তাদের রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে ফেনীতে পাশকরা এবং বিএমডিসির রেজিস্ট্রাড ডাক্তারদের নাম, ঠিকানা এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি ওয়েবসাইট তৈরী করেছে। যাতে ডাক্তারদের নামের তালিকা দেখে ও এলাকা বিবেচনা করে সেবা গ্রহীতা তার পছন্দমত চিকিৎসা সেবা নিতে পারবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ডা. কাজী মো. ইস্রাফীল। এসময় উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ডা. সুমন প্রধান, ফেনী জেলা ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক, ডা. সাজ্জাদ মাহমুদ সাজিদ, ফেনীতে কর্মরত ডা. মশিউর রহমান, ডা. আক্তার হোসেন তানসেন, ডা. আমিনুল ইসলাম রাসেল, ডা. আরিফুল ইসলাম, ডা. আবদুল্লাহ আল রিয়াদসহ ডেন্টাল সোসাইটির সদস্যরা।
/এএস