‘বিএনপি পাকিস্তানকে অনুসরণ করছে’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কোনো সরকার করে না। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের হাতে একটি পুলিশ কনস্টেবলকেও বদলি করার ক্ষমতা থাকে না। সমস্ত কিছুই নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকে। পাকিস্তান ছাড়া এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর কোথাও নেই। বিএনপি পাকিস্তানকে ফলো (অনুসরণ) করছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ আরও বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিততে চাই। কিন্তু বিএনপি আসন্ন নির্বাচনকে কোনোভাবে প্রতিহতের কোনোরকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।
বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এসএন