দেশীয় উন্নত জাতের সরিষা চাষে ঝুঁকছেন শ্রীপুরের কৃষকরা

চলতি বছরে গাজীপুরের শ্রীপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। দেশীয় উন্নত জাতের সরিষা চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকরা। লাভ ও ভালো পাবার আশা করছে তারা।
শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা ও খুঁজে খানি গ্রামের কিছু এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদ রঙের ছড়াছড়ি। এখানকার কৃষকরা জানান ,আবহাওয়া অনুকূলে থাকা এবং রোগ বালাই কম হওয়ায় এবার সরিষার আবাদ ভালো হয়েছে। এই উপজেলায় এই বছর বিনা-সাত,বারি চৌদ্দ, ষোলসহ উন্নত জাতের সরিষার আবাদ করেছে কৃষকরা।
টেংরা গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, তিনি এই বছরে প্রথম সাত, বারি চৌদ্দ ষোলসহ উন্নত জাতের সরিষা আবাদ করে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন।
খুঁজে খানি গ্রামের কৃষক কাসেম বলেন, দেশীয় উন্নত জাতের এসব সরিষা চাষে প্রতি একরে ১৫ থেকে ২০ মন পাওয়া যায়। আর প্রতি মন সরিষার বিক্রি হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়। এবার ভালো ফলনে অধিক লাভের আশা করছেন তিনি।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৃয়ীদুল হাসান বলেন, সরিষা চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকে এখন রান্নায় সরিষার তেল ব্যবহার করছেন। এতে সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমবে বলেও মনে করেন তিনি।
এসআইএইচ
