কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের প্রধানসহ আটক ৩
কিশোরগঞ্জে ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে শহরের বড়বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব। এ
আটককৃতরা হলেন- সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে ছিনতাইকারী চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিন (২৮), সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০) ও হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০)।
এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্ল্যাশ এবং আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জেলা শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের ২য় তলায় শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি ছিনতাই করা মোবাইল ফোনের লক ফ্ল্যাশ দিয়ে আনলক করে আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে আসছিল।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘রেনডম ফরহাদ’ ছিনতাইকারী চক্রটির প্রধান মো. ফরহাদ উদ্দিনের নেতৃত্বে চক্রটি দেশীয় অস্ত্র দিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় লোকজনের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল। চক্রটির মূলহোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসজি