সেন্টমার্টিনে ৮ অবৈধ হোটেলের নির্মাণকাজ বন্ধ
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা আটটি পর্যটন রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫ ও ২৬ জানুয়ারি এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়। এ ছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদপ্তর।
সেন্টমার্টিন দ্বীপে কর্মরত পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, দ্বীপে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ আবারও বেড়ে গেছে। গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে আরও ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ছাড়াও জীববৈচিত্র্য রক্ষার্থে কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের কেয়াবনের কোনো প্রকার ক্ষতি না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এসএন