'নৌকার বিজয় না হলে প্রত্যাশা পূরণ হবে না'
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। পহেলা ফেব্রুয়ারি বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে ইতিহাস তৈরি করতে হবে। প্রমাণ করতে হবে বগুড়া নৌকা, শেখ হাসিনা ও উন্নয়নের নিরাপদ ঘাঁটি।
জননেত্রী শেখ হাসিনার প্রার্থী বিজয়ী হলে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও রেললাইন হবে। শেখ হাসিনার প্রার্থী বিজয়ী না হলে বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণ হবে না। এর আগে বিএনপি-জামাতের যারা নির্বাচিত হয়েছেন তারা মানুষের দায়বদ্ধতা থেকে কাজ করেননি। তারা কাজ করেছেন দলীয় এজেন্ডা বাস্তবায়নে। তাই আগামীতে বগুড়া শুধু উত্তরবঙ্গের নয়, আওয়ামী লীগের প্রবেশদ্বার হবে। শেখ হাসিনার গণজোয়ারে আওয়ামী লীগের রাজধানী হবে বগুড়া।
সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, দেশে মেট্রোরেল, পদ্মা সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তাবয়ন করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়ও স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিক্ষেত্রে আধুনিকায়ন করেছেন। গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিনিয়ত তিনি দেশের মানুষের কথা ভাবেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন সাংবাদিক বান্ধব মানুষ। তিনি সাংবাদিকদের অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। সারাদশেই তাদের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সমাজের সাথে তিনি শ্রদ্ধাশীল। বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আওয়ামী লীগ মনোনীত সম্ভাব্য পদ প্রার্থী ম আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল মুকুল, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্য আবু জাফর, মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু ও সহ-সভাপতি আব্দুস সালাম বাবু প্রমূখ।
এএজেড