দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ৭ শিক্ষার্থী হাসপাতালে
লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে একযোগে ৭ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে শিক্ষার্থীদের অসুস্থ খবর পেয়েও সংশ্লিষ্ট আয়োজককারী কেউ হাসপাতালে দেখতে আসেননি।
বুধবার (২৫ জানুয়ারি) পৌনে ১টার দিকে স্টেডিয়াম মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১৫০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- শ্রাবনী (১৫), আমেনা (১৪), আয়েশা (১৩), জেসমিন (১২), লামিয়া (১৩), সামিয়া (১৩) ও স্মৃতি (১৪) তারা সবাই লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এর নির্দেশনায় লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে দিনব্যাপী শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করেন- বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ সভাপতি ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)। এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালা্হউদ্দিন টিপু, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেনসহ প্রমুখ।
উপস্থিত অতিথিদের সামনে ছাত্রীরা অসুস্থ হয়ে ৩ ঘন্টা ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তবুও সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে আসেননি। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (এএসআই) অখিল গোলদার বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে তারা আগের চেয়ে ভালো আছে।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, অতিরিক্ত দৌড় প্রতিযোগিতার কারণে অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানতে চাইলে লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমি খেলা উদ্বোধন করে রায়পুরে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বিষয়টি আমার জানা নেই। ইউএনওর সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে হবে।
এএজেড