নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার
কুড়িগ্রামে নাশকতার মামলায় জামায়াত-শিবিরেরম ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুল বাতেন (৪৭),জাহিদুল ইসলাম (৩৯),আবুল হোসেন (৪১), মোস্তাফিজার রহমান (৪৭) ও বদিউজ্জামান (৪৪) ।
পুলিশ জানায়,২০২২ সালের ২৪ ডিসেম্বর কুড়িগ্রাম সদর থানাধীন ভোগডাঙ্গা ইউনিয়নস্থ পাটেশ্বরী বাজারের উত্তর পার্শ্বে মেসার্স আর আর ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এজাহার নামীয় ২০ জন এবং অজ্ঞাত নামা ২০০ থেকে ২৫০ জন আসামি লাঠি ও দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল, শ্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা বিনা উস্কানিতে পুলিশের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশ আহত হওয়াসহ পুলিশের সরকারি গাড়ীর ক্ষতি হয়। এ ঘটনায় পুলিশ বিক্ষোভকারী ও ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে ঘটনার পরপর গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এ ঘটনায় অভিযুক্ত আরো ৫ জনকে সোমবার গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের ৫ কর্মী। তাদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এসআইএইচ