কাশিমপুর কারাগারে আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শুক্কুর (৩৯) নামে এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই আসামির ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন।
শুক্কুর কুষ্টিয়ার দৌলতপুর থানার লালনগর এলাকার খায়ের উদ্দিনের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শুক্কুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের আদেশে শুক্কুরের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৮ সালে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আদালতের আদেশে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসজি
