নোয়াখালীতে ৭ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নিমতলা সমিতির বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রশাসন বলছে, ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১টার দিকে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাকি দোকানগুলোতে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.মিজানুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি কাপড়ের দোকান, ১টি চায়ের দোকান, ১টি ফার্মেসি, দুটি মুদি দোকানসহ মোট ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এসজি
